বিনামূল্যে বিতরণে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে বাংলাদেশ ইউনিভার্সিটি

১৬ মার্চ, ২০২০ ১৬:০৯  
করোনা মোকাবেলায় এবার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ল্যাবে হাতকে কোভিড ১৯ এর জীবানুমুক্ত করতে বৃহস্পতিবার থেকে বিশেষ এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের অসহায় মানুষের জন্য “বাংলাদেশ ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাবের” উদ্যোগে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান প্রকৌশলী কাজী তাইফ সাদাত। তিনি জানিয়েছেন, উৎপাদনের পর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। তিনি বলেন, “বাংলাদেশ ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাবের প্রধান হিসেবে আজ আমার জন্য এক বিশেষ দিন। আমাদের ল্যাবে উৎপাদন করে স্মাইল ফাউন্ডেশনের সেচ্ছাসেবকগণ এই হ্যান্ড স্যানিটাইজার দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিবে ইনশা আল্লাহ। বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের ল্যাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজারের বিশেষত্ব বিষয়ে জানতে চাইলে ওই বিভাগের প্রধানর ড. লুবনা জাহান বলেন, আমরা এতে ইথানল অ্যালকোহলের পরিবর্তে আইপিএ ব্যবহার করছি। এটি কোভিড ১৯ মোকাবেলায় অধিক কার্যকর।